কবিতার নাম বিদায়
আজকের এই ছন্দপতনের দিনে
কেমনে জানাই শুভেচ্ছা
শিক্ষায় ভালোবাসায়া সযত্নে
রেখেছিলেন মোদের হেথায়।
প্রবাহিত নদী ঝরে পড়ে ফুল হঠাৎ
কেমনে দেখিব দৃশ্য
সকলের চোখ মনি আপনি দেখিয়েছেন
আলোর স্বচ্ছ।
মুক্ত হৃদয় কম্পন আজ অশ্রু কেমনে
ধরিবো বলো
মোদের হৃদয়ে তব ছবি আঁকি থেকিবে অবিরত।
যদিও বা বিদায় হলো এই অজ্ঞন থেকে
স্মৃতি গ্তলো মালা হয়ে থাক মাধুরী মেখে
জীবন পথে আবার দেখা হবে স্মৃতির পাতা চিরে
ততদিনে মোরা থাকুক ভালোবাসা একই ফ্রেমে।
বিষাদের সুরে জানাতে হচ্ছে ভালো থাকবেন আপনি
আমরা যে আপনার কাছে থাকবো চিরদিনের ঋণী। বিদায় প্রিয় স্যার শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য 😪😪😪😪

Leave a comment