বিদায়ী সংবর্ধনা, আমাদের প্রাণ প্রিয় শিক্ষক, শাহাব উদ্দিন( ইউসুফ স্যারের)

Amir Hosen Avatar

কবিতার নাম বিদায়

আজকের এই ছন্দপতনের দিনে
কেমনে জানাই শুভেচ্ছা
শিক্ষায় ভালোবাসায়া সযত্নে
রেখেছিলেন মোদের হেথায়।

প্রবাহিত নদী ঝরে পড়ে ফুল হঠাৎ
কেমনে দেখিব দৃশ্য
সকলের চোখ মনি আপনি দেখিয়েছেন
আলোর স্বচ্ছ।
মুক্ত হৃদয় কম্পন আজ অশ্রু কেমনে
ধরিবো বলো
মোদের হৃদয়ে তব ছবি আঁকি থেকিবে অবিরত।
যদিও বা বিদায় হলো এই অজ্ঞন থেকে
স্মৃতি গ্তলো মালা হয়ে থাক মাধুরী মেখে
জীবন পথে আবার দেখা হবে স্মৃতির পাতা চিরে
ততদিনে মোরা থাকুক ভালোবাসা একই ফ্রেমে।
বিষাদের সুরে জানাতে হচ্ছে ভালো থাকবেন আপনি
আমরা যে আপনার কাছে থাকবো চিরদিনের ঋণী। বিদায় প্রিয় স্যার শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য 😪😪😪😪


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started